ভ্যালেন্টাইন ভাও


এক।
ভ্যালেন্টাইনে ভাসে ভাষার দেশের বাকহীন যুবা, ফুলের রিং পরে রাজপথে ঘুরে ;  
ভেলা পেলে পাড়ি দিবে ভ্যালেন্টাইনের পুরে, বদ্বীপ-প্রেম শুকায় চইতের চরে।
দুই।
ফাগুনে কদম নেই বনে, ফুল কিনে ফুলহীন হৃদ শাহবাগে
ভিন পথে প্রেম ঘুরে, দেহ ঘড়ি দোলে বেশী নিথর নিলয়ে ।    
তিন।
গেল মাত্র ডাল দিবস দেশজ ঘাটতি শুনিয়ে, ডালে তেল দিবে কর্তা জনে ;    
ভ্যালেন্টাইন আসিল পশ্চিমা গীটার বাজিয়ে , প্রাণহীন প্রেম জমে রমনার ফুলে ।


(কাপলেট  ধাঁচে লিখা)


১৪।০১।২০২৩
মিরপুর।