কোন দিকে যাচ্ছ  সখা  কোন বায়ে   কোন পায়ে
উত্তরে দখিনে  পশ্চিমে পুরবে মগড়া  কংস  পেরিয়ে  
নাকি সান্ধ্য পিঠা টানো   পিঠে বসে  শামসুর রাহমানের উদ্ভট উটে ,    
তোমার চলন ডানে বামে হাটে ঘাটে অথবা মোক্তার পাড়ার প্রাঙ্গনে      
মাঝে মাঝে  ভরে সেই মাঠ ঈদের জামাতে ,
বড় সভা হয় কি তেমন যেমন হতো তব মম শৈশবে  
জারুল রঙের নেতাদের উছিলায়, জন রাগ তাদের হৃদয়ে  
শোনা  যেত  হরি খালি   কাঠ পুল থেকে ।    


নিশ্চিত কি নিয়েছ যেনে কোন রাডারে কোন দিকে তুমি ,    
কোথায় গিয়েছে ওরা ভব লীলা ফেলে গত সাত সনে
ভবতোষ নারায়ণ শংকর শেষে কামরুল  - সিধে মনে  
কাঠ বাদামে ওদের ঢিল জমা আছে স্কুল আঞ্জুমানে  
আমন খেতের মতো সোনা রঙা ব্যাচ কাটা পড়ে;    
মেইল  নিচল  নিথর ওদের সিমের
মনে ধরে মলে মলে ওরা হাঁকায় নজর      
অনেকটা   ড্রোন  তানে এলিয়েন সেজে
ভোগে ভোগা মানু দেখে দেখে চার কমরেড  হাসে  
ওদের  অতীত সবুজে ঘেরা  সুঁদি -এখন  হেথায় কংক্রিট সুঁই  ;        
হয়ত অম্বরে হাঁটে হাতে থাকে স্বর্গের সারস  
ওদের সাথেই সামিল সকল সবন্ধু-সরস    
উড়ে উড়ে শুভ্র সাদা এক এক  ডিঙ্গাপোতা বক
লেবাস লোবান  যতই জৌলুসি জলে-তেলে জ্বলুক ।


(ভাব বিন্দু - ব্যাচ আঠাত্তর আর আশ পাশ)


নেত্রকোনা
ডিসেম্বর ২০২১