ভোটবানে ভাসে বিশ্ব মাঝে সাঝে এখানে সেখানে  
ভোটবানে হাসে সদ্য সাবালেকি পার্টিরসে        
গালে লাল নীল আভা- চুমুচ্যুতি দীর্ঘক্ষণ    
গলে কখনো সখনো গনতন্ত্রের আব্রাহামিয় বাশুরি বেসুরে বাজে    
পশ্চিমা বাতাস ভারক্রান্ত হয়ে  স্থির বহে পূবে ;  
চুপ থাকে চাঁপাকলি চীন আর বাগে পুতি্নে ;  


ভোট বানে ভোরগুলি সহসাই রাত হয়ে যায়
শুরু হয় সন্তরণ শাবেলি হইতে সাবেকী মোগল দরিয়ায় ,    
ভোট বেলি ঝরে পড়ে হেমন্তের হিমলাগা ভোরে
যেন রেগে গেছে ভোটদেবি গ্রীসে বেলারুশে প্রায় সবখানে,    
ভোটবানে নোঙর গেড়েছে অসুর পেন্সেল্ভিয়া থেকে পুরে পুরে    
উত্তরে দখিনে -নাফ নেভা মিসিসিপি পাড়ে,  
নদীগুলির দুপাশে শুধুই লঘিষ্ঠ লুডুর গুটিকা  
ভোটজঙ্গল আমাজানের মতই পুঁজির কীর্তনে উতলা  ।  


০৯.১১.২০২০