যেমন তেমন হলেই হবে একটা বউ চাই আমার, গায়ের রং কালো বা ফর্সা একটা বউ চাই আমার,
একটা বউ চাই।


মায়াবিনী বা হরিণী শঙ্খিনী  
    বা পদ্মিনী  হলেই হবে,
লাল গোলাপি বা নীল গোলাপি হলেই হবে, আমার একটা বউ চাই, আমার একটি বউ চাই।।


যার সাথে ঝগড়া করা যায়, যার সাথে দুষ্টু মিষ্টি প্রেমের গল্প করা যায়,  তাকে আমার চাই চাই, আমার একটা বউ চাই, সে যেমন তেমন হলেই হবে।


আর থাকবোনা আর একা একা, থাকবে আমার দুই চাকা,  সাথে আরো অনেক কিছুই, তেমন হলে long drive এ দেব আমরা পাড়ি বহুদূর। তোমরা শুধু এনে দাও একটা বউ সে যেমন তেমন হলেই হবে।।


যাবো মোরা ঘোঁড়ায় চেপে দিন হতে দিন তেপান্তরে, ঘুরিব মোরা রূপকথার স্বপ্ন  দেশে।


রাখিব হাত তার ওই হাতে হারিয়ে  যাবো রূপ-নগরের   রূপের মোহে।


আর সয়না দেরি আমায় একটি বউ এনে দাও তোমরা
           তাড়াতাড়ি!
     একটি বউ মোরে
হোক না সে সুন্দরী
না হয় শঙ্খিনী অথবা কালনাগিনী।।