অশিক্ষায় কুলুষিত ছিল যারা, করিয়া সুদের কারবার মহাজন হয়েছে তারা।


উপহাস করে শিক্ষিত গুণীজনে, টাকা ছাড়া কিছু নাই এটাই ভাবে মনে।।


বড়দের সর্বক্ষণে আঘাত হানে প্রাণে, ভাত ছড়ালে কাকের দুঃখ নাই এ ত্রিভুবনে।


কিবা ছিলাম হলাম কিবা আত্ম করিপর, বিদেশে করিব কুটুম দেখে দু চার ঘর।।


কুটুম নিয়ে তারা খায় মাংস ভাত, আত্মীয়র বাড়িতে নাই চাল মাথায় তাদের হাত।


লুচি মিষ্টি গড়াগড়ি মহাজনের ঘরে , পাশের বাড়ির বাচ্চাটি ক্ষুধার জ্বালায় মরে।।


চায়না তাদের লুচি মিষ্টি চায়না মাংস ভাত, একটু শুধু সহানুভূতি বাড়িয়ে দাও না হাত।


গরিব দুঃখী চাইনা কিছু, চাই যে ভালোবাসা, পারবে কি তুমি বা রাখতে কথা, এটাই তাদের আশা।