বৃষ্টি বৃষ্টি আসবে জোরে নানান রঙে,  ওই ফুল কাননের লতায় পাতায়।  


ওর প্রতিচ্ছবি খুঁজতে খুঁজতে, মায়ার হরিণী দেখি দিগন্ত ভাসে।।


মন আজ উতলা আনন্দে, ওর সাথে বৃষ্টিতে ভিজতে,  মনের সাথে তার মন মেশাতে।


এক পশলা বৃষ্টি হয়ে গেলো,  তারপর আর নেই -- ঝরে যেতে চললো তেপান্তরে।।


ওর নয়নে নয়ন রাখতেই  ফাগুনের রঙিন আলোয়,  রোমান্সের কাজল লেগে গেলো।


কল্পনার গোধূলি লগ্নে  যৌবন- নদীতে আজও- ঢেউ ওঠে তার কিনারাই দাঁড়িয়ে।।


ও কে ছোয়ার তীব্য বাসনায়,  বাড়িয়ে দেওয়া হাত রাখি তার হাতে।