আমি মৃত্যুরে করি আহ্বান যেন এই এক কঠিন মৃত্যুর আহবানে,  জীবনের সব বেড়াজাল ছিন্ন করে যেতে দূরে দ্বীপান্তে।


করি মৃত্যুরে আহ্বান আমি,  দিবানিশি যাতনায় যেন অতলা দিগন্তে তার , আমি যেন পথ হারা এক পথিক  দাঁড়িয়ে মৃত্যুর  সম্মুখ দুয়ারে,  চুম্বনে তার গ্লানি ওই পান্থ সালাই, যেতে বহুদূর তার  সীমানে।।


ও মৃর্তুরে  নিয়ে যা তুই বহুদূর, যেখানে নেই কোনো হতাশা,  নেই কোনো ভাবনা,  আছে শুধু তোমার আহ্বান।


তোমার ভাবনাই ভাবি আমি নিশিদিন ,  প্রতি সময়ের তরে,  কবে  ডাকবে  তুমি  আমায় আপন করে।।


মন তবু বুঝ মানে না,  সে না বলা কথা বলে,  তবু কেন সে  হাতছানি দেই মোরে বারে বার।


আমি যেন ক্লান্ত,   চেয়ে তোমার পথ পান, ডাকিবে তুমি সাদরে আমায়, দিতে আমন্তন মৃত্যুর কলরবে।।


আমি  গুণী শুধু দিন,  যেতে তোমার  বাড়ি , দেখিতে  জাদু ভরা তোমার মুখ খানি।


সব মায়াজাল সরিয়ে, তোমার দিগন্তের  ভেলাই চেপে,   দেবো পাড়ি নিঝুম রাতি, বেড়াইতে মৃত্যুর  দেশে।।


আমি   যাবো চলে,  না ফেরার দেশে  ,  করিতে দিদার মৃত্যুর আলাপনে।