আমি আছি একা একা,  এক অভাগা কে এই আমি রইবো মনের দুয়ারে আজি।


দুকূল ভেসে গেছে আজ আমার, নেই আর কোনো পাপী- গাজী!


আমি এই দেশে একা থাকি, নেই কোনো সম্বল নেই কোনো আশা,  রইল না তো এত সুর হৃদয়ের সাথে ছন্দের ভাষা।।


চাওয়াটা কত নিষ্ঠুর অপরাধ! যার কাছে চাই সে তো তারই হয়, আমার নেই কোনো পরিচয়, থাক না সব ভুলে যায় জ্বালা যন্ত্রণা,  পুড়ে যাক এই পৃথিবীর যত আছে জঞ্জাল।


সব ভুলে গেছি রয়েছি যে আমি এক নিদারুন মন:কষ্টে, প্রতিজ্ঞাবদ্ধ এই জীবনে শুধু রয়ে যাবে অধ:ত্রাসে নিঃশ্বাসে।।