শূন্য পথ আঁকাবাঁকা মরুমায়ার এই দেশ তোমার সুকোমল স্পর্শ,  সারা বিশ্ব এখন জেগে রই তোমার স্বপ্নের হাত ধরে,  মন আজ তোমায় খোঁজে পল্লী জীবনের দূর প্রান্তের পথ চেয়ে।


এক জগৎ সে কয় বীর তুমি ভারতবর্ষের রাজপুত্র,  নতুন কথা নতুন মন নতুন কিছু চাওয়া, ভালোবাসার মতন নেই কোন পাওয়া নিদারুন সুখ স্মৃতি।।


ভালোবাসার ছাপ জীবন জুড়িয়ে,  নিত্য নতুন ভাসা ভাসা কথায়  তার আগমনী সন্ধ্যা, হে পুরবতী কন্যা জাগিবে আজ শেষ নবযৌবনের প্রান্তে।


আমি নিঃসঙ্গ পথ হারা এক পথিক তোমার স্পর্শে বলিতে থাকিব অগ্রগামী, পরশপাথর মেঘনা পঞ্জির  ন্যায় বিরহ ব্যথার সঞ্জীবনী।।