আমি স্বপ্ন ছুঁয়েছি কোন এক দিন
সাথে বেদনার নীলটুকুও,
আমি ঝরে পড়া মলিন ফুলকে ফুটতে দেখেছি
সকালের শিশির ভেজা ঘাসের মাঝে পরের দিন ।


আমি অশ্রু শিক্ত লোনাজল পান করেছি
কোমল মিষ্টি মধুর হাঁসি মুখে,
আমি ভালোবাসার তীর ছুঁটতে দেখেছি
স্বার্থহীন ভালো লাগার সাথে ।


আমি জোঁনাক পোকার উদারতা দেখেছি
মৌঁচাক বনের গহীনে; তীমির রাতে,
আমি পুতুম পেঁচার বিরহী কান্না শুনেছি
ঘুমহীন কোন এক নিশি রাতে ।


আমি নতুন দিনের সূচনা দেখেছি
রক্তিম আভায় সূর্যোদয়ে,
আমি সেই দিনের সমাপ্তিও দেখেছি
ধূসরিত গোধূলির লগনে ।


আমি মানুষ গড়ার মানুষ দেখেছি
মনের প্রাথমিক বিদ্যালয়ে,
আমি কূল ভাঙ্গার কষ্ট দেখেছি
অথৈ নদীর ঢেউয়ে ঢেউয়ে ।


আমি পাতা ঝরা বটের ক্লান্তি দেখেছি
চৈত্রের দারুন খরায়,
আমি পাহাড়ের কান্না দেখেছি
অবিরত ঝরনা ধারায়,


আমি আজ এত কিছুর সাক্ষী হয়ে আছি
কিন্তু কিছু বলার ভাষা নেই,
আমি সব কিছুই মেনে নিয়েছি
কারণ! প্রকৃতির নিয়মটাইতো
এই ।
                                    (১৫/১১/২০১০)