যার চোখে জল পড়েনা
তবে কী তাঁর নেই বেদনা
যায় চলে যায় আপন জনা
দিন থেকে যায় হাতে গোনা
সুখের মাঝে দুঃখ বোনা
মরুর নয়ন অবুঝ মনা
নাহি বোঝে কারো সান্ত্বনা ।
পরাপনের বাঁধন ছিঁড়ে
পারাপারের নায়ে ছড়ে
সাদা কাঁপন সঙ্ঘে করে
প্রবেশ করে অন্ধ ঘরে ।
দ্বীপশিখা জ্বলবে তবে
পূর্ণতা থাকলে কাজে
ডান হাতে যার আমল নামা
বেহেস্ত যে তারই সাজে,
দ্বিল ভাঙ্গে যার মন ভাঙ্গেনা
মন কাঁদে তাঁর চোখ ভাসেনা
তবে কী নেই বেদনা
যার চোখে জল পড়েনা ।
               (১৮/০৯/২০০৮)