আমি অবলম্বন হবো যে পাখি পাখনা মেলে উড়তে পারেনা
তার ডানায় পালক হয়ে,
আমি অবলম্বন হবো বাবুই পাখির ঝুলন্ত বাসার
ঝড় তুপানে উপড়ে না পড়া তাল গাছ হয়ে।
আমি অবলম্বন হবো হেলে পড়া গাছের
রশির টানা বাঁধ হয়ে,
আমি অবলম্বন হবো খরায় আধ-মরা বৃক্ষরাশির প্রাণ ফেরা
শ্রাবণের জল কণা হয়ে।
আমি অবলম্বন হবো শীতে পাতা ঝরা গাছের
ঋতু রাজ বসন্ত হয়ে,
আমি অবলম্বন হবো মৌমাছির মৌচাকে মধু আহরণের
কাননে ফোটা ফুল হয়ে।


আমি অবলম্বন হবো কোন নদীর ঢেউয়ে ভাঙ্গা পাড়ের
মাটি ভর্তি বস্তা হয়ে!
আমি অবলম্বন হবো কোন স্কুলের অব্যবহিত
আধ খুটিহীন ভাঙা বেঞ্চ হয়ে।
আমি অবলম্বন হবো ঝংকৃত টিনের ফুটোয় প্রবেশ করা
সুর্য্যের আলোক রশ্নি হয়ে,
আমি অবলম্বন হবো বিয়ে বাড়ির শেষ লগ্নের
হাতে হাত রাখা বৈধ কিছু অন্তিম মুহুর্ত্ব হয়ে।
আমি অবলম্বন সিদ্ধ আলু বর্তার
পোড়া শুকনো মরিচ হয়ে,
আমি অবলম্বন হবো কৃষকের আবাদি জমির
জৈব সার হয়ে,
আমি অবলম্বন হবো শূন্য কারায়
সেল বন্দী হয়ে।


আমি অবলম্বন হবো নিশী রাতে উম্নাদ মাতালের
মদের বতল আর মাদক হয়ে,
আমি অবলম্বন হবো ট্রাফিক পুলিশের
লাল, সবুজ আর হলুদ সিগনাল বাতি হয়ে।
আমি অবলম্বন হবো প্যারালাইস রোগীর
হুইল চেয়ার হয়ে,
আমি অবলম্বন হবো হাসপাতালে সিট না পাওয়া
কোন মমুর্ষ্যের বারান্দা হয়ে।
আমি অবলম্বন হবো ডাক পাঠানো পিয়নের
হিরো সাইকেল হয়ে,
আমি অবলম্বন হবো নাগরিক টোকাইয়ের
লোহা, প্ল্যাস্টিক আর কাগজের টুকরো হয়ে।
আমি অবলম্বন হবো রিক্সা, ব্যান চালকের
পায়ে চাপা প্যাডেল হয়ে।


আমি অবলম্বন হবো জুতো ছেঁড়া কোন বালিকার
ধীর পায়ের গতি হয়ে,
আমি অবলম্বন হবো বেকার যুবকের
আঙ্গিনায় কর্ম সংস্থান হয়ে।
আমি অবলম্বন হবো কর্ম ব্যস্ত বেখেয়ালি মায়ের
নবজাতক শিশুর দোলনা হয়ে।
আমি অবলম্বন হবো পথ ভোলা কোন পথিকের
পিছু ফেরার পদ চিহ্ন হয়ে।