এ ভাবে জেগে জেগে আর কত
দেখব রাতের তারা,
সবাই ঘুমায় খাট পালংকে
আমি কেবল ঘর-হারা।
ঝিঁঝিঁ পোকার ডাক শুনে
দু'কান হল ধ্যান,
উঠোন জুড়ে পোকা মাকড়
তাদের তাড়ায় ব্যাঙ।
চাঁদের আলোয় কষ্ট বুনি
তারার সুতো দিয়ে,
সুখের শেঁকল ছিঁড়ে গেলে
আসেনা আর ফিরে।
আমার কাছে কষ্ট মানে
বুকে চেপে রাখা,
রাতের যত আহাজারি
দিনে ভুলে থাকা।
স্বার্থপর ঐ মানুষ গুলো
নিজের সুখটাই চেনে,
বিষাদ ভরা মেঘের দলে
আমায় নিচ্ছে টেনে।
আমার আশার আশা থাকে
আরেক রাতে আশায়,
নির্মমতার স্মৃতি গুলো
গভীর রাতেই কাঁদায়।
সবাই যখন ঘুমের ঘোরে
স্বপ্ন দেখে বিভোর,
আমি তখন একলা বসে
রাতকে করি ভোর।