বন্ধু আমার অনেক আছে,
হিসাব কেতাব নাই।
কাছের কিছু বন্ধু আছে,
জাদের সুখে দুঃখে পাই।


লাভলু,মনির,জসিম আছে,
আছে কাজল ভাই।
দূরে থাকলেও তাদের বলো,
কেমনে ভুলে জাই।


মোশারফ আর আরিফ আছে,
আছে রাসেল রানা।
ফেজবুকেও মোর বন্ধু আছে,
তারা-আমায় ডাকে নানা।


নোয়াখালীর পরবাসী,
আছে মাহবুব আলম।
হাজার ব্যাস্তো থাকার পরেও,
থেমে নাইতার কলম।


সরল সোজা আবেগী সে,
অনেক লজ্জা শরম।
ছেলে ভালো তবে কিন্তু
মাথা একটু গরম।


দিপক মোদক ছোটভাই মোর,
জাবেদ কামাল জয়।
তাদের কথা না বললে কি,
কবিতা লিখা হয়।


সবার কথা লিখতে গেলে,
রাত্রি হবে শেষ।
আমিই একটু অকর্মা ভাই,
তবে-আমার বন্ধু গুলি বেশ।


সবার কাছে একটি ম্যাসেস,
পৌছে দিতে চাই।
যে যাই করিস টাইম মতো,
নামাজ পড়িস ভাই।