নিজের পকেট করতে পুরা
নর্দমাতেও নিজেকে নামাই,
নিজের আমলের খবর রাখিনা
অথচ পরের ভুল ধরে মাথাঘামাই।
(আমরা মানুষ?)
প্রতিহিংসায় কাকে কি বলছি
তাহার হিসেব কিতাব কিছুনাই,
শকুনের মতো পাখনায় ডেকে
হালাল হারাম সব খাই।
(আমরা মানুষ?)
আমরা মানুষ সৃষ্টির সেরা
শুনিতেই লাগে বড্ড বেশ,
খুন ধর্ষণ আর চুরি ডাকাতি
রাখিনি বাকী-করা সব শেষ।
(আমরা মানুষ?)
চার বছরের শিশু করিয়া ধর্ষণ
করেছি রেকর্ড এই ধরায়,
নিজের মেয়েটাও পায়নি রেহায়
ভূল ছিল কি তার পোশাক পড়ায়?
(আমরা মানুষ?)
আসামী গুলো বাইরে ঘুরে আর
নির্দোষীরাই থাকে বেশি জেলে,
ফাঁশির আসামীর খবর নিয়ে দেখো
সেখানেও নির্দোষী অনেক মেলে।
(আমরা মানুষ?)
বিধবা ভাতার কার্ড করাতেও নাকি
লাগে মোটা অংকের চাঁদা,
যদি চাঁদা দেওয়ার মতো ক্ষমতাই থাকে
তবে কার্ড লাগবে কেন রে গাধা?
(আমরা মানুষ?)
কোরানের কথা কৌশলে যিনি
ভুলভাল ব্যাখ্যায় কথা কয়,
এই মুসলিম দেশে কিভাবে তিনি
ধর্মের গুরুজন হয়?
(আমরা মানুষ?)
আমাদের মা বোন আতংক নিয়ে চলুক
এটা আমরা কভু চাইনা,
যারা কোরানের আইনে দেশে চালাবে
তাদের ব্যালটে নির্বাচনে ছীল পাইনা।
(আমরা মানুষ?)
আমরা হয়েছি নামের মানুষ তবে
মানুষত্বকে দিয়েছি ফাঁকি,
করনারে প্রশ্ন বিবেকের কাছে
তোর মানুষ হইতে কতটা বাকী।
(আমরা মানুষ?)
আমরাই মানুষ
মানুষ নামের মানুষ।