গোলাপ হাতে থাকলেই-সে
প্রেম নিবেদন করতে আসেনা,
বৃষ্টিতে বিজলেই সবাই কিন্তু
সুখের জোয়ারে ভাসেনা।
মনের গহীনে লুকিয়ে রাখে
হাজার পাহাড়ের সমান কষ্ট,
স্বপ্নে বুনা জিবনের গল্প
তিলেতিলে কারো হয়রে নষ্ট।
রাতের খাবার মিলবে কিনা
সকালে যার জানা নাই,
বছরের খাবার মজুত থাকতেও
হতাশায় আমরা দিন কাটাই।
শুকরিয়া জানাতে গিয়েছি ভুলিয়া
নিমক হারাম তবু আমরা নই,
নিজে শুধরাইতে না পারলেও কিন্তু
নীতির কথা সব আমরাই কই।
ধর্ষণ হওয়ার পরে আমরা
বোন বলিয়া যারে চোপড়াই গাল,
অথচ দুদিন আগেও রাস্তায়
বলেছি হায় দেখ-যায় কি মাল।
বাড়ির পাশেই অনাহারে যখন
ফুলওয়ালী দের কেটেজায় রাত,
স্বয়ংসম্পূর্ণ বলিয়া কিভাবে
টিভি টকে আমরা ভেটকাই দাঁত?
নেতার বদল চাইনা আমরা
নীতির বদল পারলে কর,
তাহলেই দেখবি স্বয়ংসম্পূর্ণ
হয়েছে বাংলার প্রিতিটা ঘর।।


গোলাপ হাতে থাকলেই-সে
প্রেম নিবেদন করতে আসেনা,
বৃষ্টিতে বিজলেই সবাই কিন্তু
সুখের জোয়ারে ভাসেনা।
মনের গহীনে লুকিয়ে রাখে
হাজার পাহাড়ের সমান কষ্ট,
স্বপ্নে বুনা জিবনের গল্প
তিলেতিলে কারো হয়রে নষ্ট।
রাতের খাবার মিলবে কিনা
সকালে যার জানা নাই,
বছরের খাবার মজুত থাকতেও
হতাশায় আমরা দিন কাটাই।
শুকরিয়া জানাতে গিয়েছি ভুলিয়া
নিমক হারাম তবু আমরা নই,
নিজে শুধরাইতে না পারলেও কিন্তু
নীতির কথা সব আমরাই কই।
ধর্ষণ হওয়ার পরে আমরা
বোন বলিয়া যারে চোপড়াই গাল,
অথচ দুদিন আগেও রাস্তায়
বলেছি হায় দেখ-যায় কি মাল।
বাড়ির পাশেই অনাহারে যখন
ফুলওয়ালী দের কেটেজায় রাত,
স্বয়ংসম্পূর্ণ বলিয়া কিভাবে
টিভি টকে আমরা ভেটকাই দাঁত?
নেতার বদল চাইনা আমরা
নীতির বদল পারলে কর,
তাহলেই দেখবি স্বয়ংসম্পূর্ণ
হয়েছে বাংলার প্রিতিটা ঘর।।