কি আদিম বেদনায় ঘুম ভেঙেছিলো ,
বেতারে আবছা শব্দ আর  কাল্পনিক ছায়াছবি,
তখন জানালায় সূর্যের আলো পর্দা ছাড়িয়ে
তোমার মুখ ধুয়ে দেয়নি ! বরঙ বিমুর্ষ কালবৈশাখী
তোমার বুক থেকে ভালোবাসা উড়িয়ে নিয়ে গেছিলো !
সে ফানুস আমার আকাশে মুক্ত বিহঙ্গের মতো
সঙ্গী খুঁজেছিলো , আর তোমার চোখের তারায়
কম্পাসের দিক !
রাতের আকাশে শুধু মরীচিকা, যতবার পথ হারিয়েছি
ধ্রুবতারা ভেবে এগিয়েছি তোমার দিকে ,
তোমার হাত স্পর্শ করেই সূর্য উঠেছিলো ,
রাত মাখা ভোরে শিশিরে পা ভেজার সতর্কবানী
বেতারে আবছা শব্দে,
কি আদিম বেদনায় ঘুম ভেঙেছিলো সেই ভোরে !