একদিন তুমি নাগরিক ছিলে,
আজ হায় মেহমান হয়ে
ফিরে এলে শহরের বুকে  ,


জানি অভিমুখ গেছে পাল্টে
তবুও তোমার চোখের আধাঁরে
নেয়নি শহর মুখ ফিরিয়ে ,


তুমি ফিরবো বলে না ফিরলে
রাজপথে ওরা  অবরোধ করে ,
আর যান্ত্রিক সব বিষাদ সমুহ
চিমনির ধোঁয়া হয়ে যায় উড়ে,


তোমার কবরে ছায়া দেবে বলে
চারা গাছটা বাড়ছে ধীরে ধীরে ,
শূন্য থেকে শুরু হয়ে শূন্যতে গিয়ে থামে
আজ নাগরিক কাল মেহমান  
এভাবেই দিন বদলের পালা আসে !