সূর্য ডুবলে তোমার মন খারাপ হয়
আঁধার নামলে চোখে রাগ ওঠে,
পিদিমের আলোয় তেষ্টা মেটেনা,
একটা ভাড়া করা চাঁদ আকাশে টাঙিয়ে
তোমার জন্যে রাত পোহায়,
নরম আলোয় গলতে ভালো লাগে না ,
প্রখর রোদে তোমার পুড়তে ইচ্ছে করে !
তোমার জন্য  গলা অবধি জলে ডুবে
করেছি তারাদের তর্পণ,
চাঁদের আলোয় পাপ মোছে না,
তোমার রক্তে তখন কালো মেঘ
আর আমার উদ্বিগ্ন শিরায় তুমি,
হিমের আস্তিনে ঢাকা দুটো দেহ
সূর্য ওঠার সাথে আবছা হয়ে যায়!