আকাশে  আঁকা ধূসর কোনো চলচ্চিত্র
নাকি ওটা নৈরাজ্যের ঝাপসা প্রতিবিম্ব
আমরা তো খুঁজেছি রামধনু ভরা আকাশ,
অথবা গাঢ় নীলরঙা সাগরিক অভিলাষ
তোমরা কেনো আকাশ পুড়িয়ে করছো ছাই
আগুনের অনটনে এমন বিলাসিতা কি মানা যায়?
এমন সুদিন চায়নি কখনো মহীনের বন্ধুরা
চেয়েছে শুধু মাছরাঙা আর বড়শির বোঝাপড়া
এখানে ওখানে ছিটে ফোঁটা মেঘেদের কোলাজ
পাখি, ঘুড়ি সব ভাসে আর উড়ে যাওয়া জাহাজ,
মানুষ যেভাবে পাল্টেছে রঙ বহুবার একজীবনে
পারেনি তারা আকাশের মতো সুন্দর বহুরূপী হতে ,
এমন আকাশ  টাঙিয়ে দাও আবার আকাশে
মেঘ ,তারা নিয়নের মাঝে গাঙচিল যেনো ভাসে ।