একজন পুরুষ ,
অনন্ত কাল ধরে
দাঁড়িয়ে আছে চৌকাঠের বাইরে
ভোরের সম্মতি পেয়ে ।
সূর্যের আলো তার শরীর থেকে
সব বর্ণের মোহ পুড়িয়ে দিয়েছে,
আধ্যাত্মিকতার থেকে বড়ো
প্রেম নেই, ত্যাগের থেকে বড়ো সুখ নেই !
মানুষ এই দুনিয়ার সব কিছু
ভোগ করে ক্লান্ত হয়ে পড়েছে ,
তারপর সে বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে;
একমুঠো অন্তিম ভিক্ষা নিয়ে
একদিন সংসারের মায়া থেকে
বহু যুগ দূরে হেঁটে গেছে —
তার না ফেরার পথ
সন্ধ্যার মতো হারিয়ে গেছে পশ্চিম আকাশে!