কারণ একটা ট্রেন ছুটে চলেছে,
সময় ছুটছে তার পিছু পিছু ,
আরেকটা স্টেশন এ দাড়িয়ে ছিলাম
প্রেম আসবার কথা ছিলো।
আমার পকেটের খুচরো পাথর দিয়ে
শুধু মাত্র ট্রেন দেখবার সাধ্য ছিলো।
আর তোমার ট্রেন আমার স্টেশন এ
আসবার আগেই পথ পাল্টে নিলো ।
আবহমান জন স্রোতের মাঝে আমি
স্তম্ভিত এক পথিক,
ক্ষয়ে যাওয়া সমাজের বুকে
অবাধ্য নাগরিক!
কারণ সময় ছুটে চলেছে আলোর বেগে
একটা নদী তাকে ধাওয়া করে মোহনার খোঁজে!