নিভে যায় দুপুরের ভাতঘুম
নাগরিক ঘুম ভাঙ্গা কালবৈশাখী,
দাবানল বৃষ্টিকে চিঠি লিখে পাঠায়,
পুরাতন রাজধানী খসে যায় হাওয়ায় ।


নিভে যায় অন্তহীন অপেক্ষা
আঁধারের গান শোনা সাঁঝবাতি
মুখ লুকায় তারারা মেঘেদের আকাশে
শিমূলের উল্কাপাত নগরের রাজপথে।


গলে যায় তুষারের অ্যান্টার্কটিকা
ডুবে যায় শহরতলি কোলকাতা
তোমাদের কংক্রিটের জঙ্গলে
মুছে যাওয়া সবুজের সভ্যতা।