অতটুকু তুলোর বালিশ,
দায়িত্ব নিতে পারবে একটা ক্লান্ত মস্তিষ্কের?
ওজন সামলাতে পারবে  অজস্র স্মৃতির?
শুষে নিতে পারবে ভয়ংকর স্বপ্নগুলো?


এমন নরম নিদ্রায়, বালিশ তবু জেগে থাকে,
কান পেতে শুনতে থাকে- আলোর সমাধি,
মেঘেদের ব্যঞ্জনা, শহরের নীরবতা,
কান্নার শীৎকার, সভ্যতার হাহাকার ।


আসলে, মায়ের আঁচল,  প্রেমিকার কোল,
আর অতটুকু তুলোর বালিশ ,
কিভাবে একটা মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে দেয়!