আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা
একটি বাই সাইকেল,
তোমার মগজের অলিতে গলিতে
তখন পারস্যের লাল গালিচা বিছিয়ে
পথ হারাচ্ছে,
আর জানালায় রেখে আসছে ঘুমের চিঠি,
দেওয়ালে আঁকা একটি তৈলচিত্র- "তারাময় রাত"
রেখে এসেছিলাম তোমার স্বপ্নে  ,
সেখান থেকে একটি একটি তারা নিয়ে
সাজিয়েছিলে তোমার সোনালী ফুলদানী,
আর হলুদ চাঁদে মাথা রেখে ঘুমিয়ে গেছিলে,
আমি ভোর বেলা সেই চাঁদের আলো নিভিয়ে
মাথার পাশে রেখে এসেছিলাম একটি ফুল,
ফের বাই সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলাম
কল্প নগরীর সব থেকে দীর্ঘ গলিতে ।