একটি মরচে পড়া ফুলের সাদা পাঁপড়ি
আকাশে ওড়নার মতো উড়ে বেড়ায় ,
আর তোমার করুন শঙ্খের মতো চোখে  
নীল ধোঁয়ার বরফ হয়ে জমে যায়,  
দরজায় দাড়িয়ে থাকা অসুখ
প্রশ্ন চিন্হ হয়ে পুনর্জন্মের আশায়
একটু তোমার ছোঁয়ায় সুস্থ হতে চায় ,
সমস্ত আঁধার তোমার চোখের কালো পেয়ে
রাত্রি হয়ে যায়, তার ঘোর কাটার আগেই
কুয়াশা হয়ে নুয়ে পড়ে মাটির উঠোনে,
এমন বিনিদ্র রজনীর ক্লান্ত নক্ষত্র হয়ে
সারা রাত জ্বলেছি আমি তোমার পাঁজরে !