আমার এই বৃষ্টিবিলাস প্রতিদিন
আকাশের কাছে চাওয়া মেঘের ঋণ,
মেরুন আলোক সন্ধ্যার সীমারেখা
পেরিয়ে  নিকষ কালো আঁধার,
তোমাদের ভোর হতে চাওয়া আর
আমার কাকতাড়ুয়া রাত হয়ে
বৃথা চেষ্টা চাঁদের ক্ষত মোছার,
জানি ভোর হলে ঘোর কাটে
স্বপ্নেরা হাঁটা দেয় তাবু গুটিয়ে,
তখন পুরানো শহর ভেসে যায়
সুবর্ণরেখার বীতগতিবেগ বেয়ে।