কি নেশায় বুদ হয়েছি খোদা তোমার সৃষ্টির,
কবিতায় ছবি আঁকি রোজ একটি নদীর,
এই সূর্য না পাওয়া দক্ষিণ আকাশ,
এই হড়পা বান সামালনো বুনো ঘাস ,
সেই অন্ধ নদীটির বুকে ভাসছে সময়,
সময় সেবন করে বাড়তে থাকা আমার বয়স,
তবুও তরুন আজিকে পাখিদের ডাক,
বৃষ্টির শব্দ, বনের সবুজ, চাঁদ ভেজা রাত,
ওদের বয়স বাড়েনা  !
আমার শুধুই আফসোস  বড়ো
ওদের বন্ধু হতে পারিনি বলে,
নদীর সাথে বৃষ্টিতে ভিজিনি বলে ,
শুধু দেখেছি কিভাবে
নিকষ আঁধার থেকে আলো ফোটে,
আরেকটা নতুন দিনের জন্ম হয় !