হলুদ ঘুড়ি ভরা নীল আকাশে
বুর্জোয়া প্রেমিকাদের ভীড়ে,
আমি একা চিলপুরুষ হয়ে
সুবর্ণরেখার আয়ু বরাবর বয়ে গেছি।
প্রখর রোদের দুপুরে যে জ্বর, আমার বুকে
শীতের কাঁপুনি নিয়ে এসেছিলো,
তার মতো নিষ্ঠুর অসুখ হয়ে
পুরাতন প্রেমিকার রুহু থেকে সুখ
কেড়ে নিয়ে চলে গেছি বহুদূর।
তার হৃদয় আমার দেহে রেখে ,
শরীরটা দাফন করেছি
নগরের সব থেকে প্রাচীন গোরস্থানে।