ডাকনামে ডাকোনি আমায় তুমি কোনোদিন
শুধু চোখে চোখে বিকেলটা অল্প রঙিন,
কবিতারা আটকে গেছে প্রিয় শাড়ির রঙে
আলো ভেজা শহর তখন পুড়ছে জ্বরে
পারদের অঙ্ক যেনো গল্প বলে ডিগ্রি হীন,
ডাকনামে ডাকলেনা আমায়  কোনোদিন


শব্দ আঁকছি রাতে মনের পাতায় তোমার,
চাঁদের বুড়ি আগলে রেখেছে অন্ধকার,
রাত মাখা ভোরে  স্মৃতি ভরা নিকোটিন,
দিশেহারা হাওয়া উড়ে যায় প্রতিদিন
কেনো ডাকনামে ডাকলেনা   কোনোদিন ।


কাগজ মেখেছে কালি ,ভাঙ্গা অ্যাশ ট্রে পর্সেলিন
ডাকনামে ডাকলেনা   তবু আমায় কোনোদিন ।
ডাবের জলে নেশা, আর চেনা স্টেশন ঝাপসা
বন্দরে নোঙর ফেলেছে পুরানো ভালোবাসা,
তবু তুমি আসবে ভেবে কমছে হিমোগ্লোবিন
ডাকনামে ডাকলেনা   আমায় কোনোদিন ।