বিমূর্ষ বিকেল, নদীর বুকে শুধুই শূন্যতা,
নগরকেন্দ্রিক সভ্যতা এখনও পল্লী সমাজের
স্নিগ্ধতা ছাপিয়ে যেতে পারেনি,
পারেনি বলেই প্রাণহারা গাছটার
মেরুদণ্ড নুয়ে পড়েনি, সে মৃত
তবুও সে বন্দরে পাখিদের সমারোহ ,
তাদের ঘরে ফেরার অপেক্ষায়
আকাশে তখন দ্বিধায় পোড়া মেঘ,
পুড়ে ছাই হয়ে যাওয়া পৃথিবীর
কোলে শুকতারা যেনো সাঁঝবাতি ,
পিদিমের আলোয় আলোকিত
কবিতার আঁতুড়ঘরে,কার গাওয়া
ঘুমপাড়ানি গানে পল্লী সমাজ স্বপ্ন আঁকে!