পাহাড় ভরা দুঃখ মিশে গেছে নীল সাগরে,
তারায় ভরা স্বপ্ন ডুব মারে গহীন আধাঁরে,
তুমি ঝরনা হয়ে -  আমার চোখ বেয়ে
গুনেছো টুকরো টুকরো হৃদ স্পন্দন।
সে স্পন্দন বাড়ে - কমে ; হাওয়ার রাতে
ধারালো চাঁদ কেটে দেয় মেঘের চাদর ,
খসে পড়া মেঘের চাদরে ঢাকা পড়ে
দুঃখের পাহাড়, চাঁদের আলো পায়না
ক্ষত গুলো , ওদের লজ্জা ঢাকবার
মতো আনন্দ নেই,পদ্ম পাতা নেই ,
শুধু আছে  বলতে এক পাহাড় দুঃখ
সেটাও আবার মিশে গেছে নীল সাগরে !