আমি আকাশ জড়িয়ে ধরতে পারিনি
তাই ধরেছি তোমার হাত,
আমি মাঝরাতে ঘুম ভেঙে উঠে যায়
শুনি তারাদের বার্তালাপ,
আমি ঝড়ের বিকেলে কালো চশমা
তোমার চোখের চাঁদোয়া ,
ভালো বাসবো বলে বাসতে না পারা
আমার পৃথিবী দিশেহারা।


দিগন্ত পাড়ি দেওয়া পাখিরা সব পথহারা,
তাই গাছের ডালে ঘুমানোর ভানে
সত্যি সত্যি মরে যাওয়া,
সুখে থাকবো বলে দুঃখ খোঁজা
আমার অবাক ভালোবাসা।


আমি কোনো কবিতা লিখতে পারিনি
তাই এঁকেছি হাতের নকশা,
আর ভুলে গেছি যত পুরানো প্রেমিকার নাম
অনামিকা কিংবা বনলতা,
তবুও কাছে আসবো বলে দূরে সরে যাওয়া
তোমার পোড়া মাটি চেহারা ,
বেচেঁ থাকার অভিনয় করে
এ আমার বাউন্ডুলে জীবন  দিশেহারা!