দূরপাল্লার নক্ষত্র ছুঁয়ে গেছিলো
আমাদের স্নেহ,
ঘরের চারদেয়ালে অতীতের নকশা;
ওদের পাহারা দিয়েছিলো রাত্রির নিদ্রা,
কার বুকে মাথা রেখে ঘুমালে
স্বপ্ন দীর্ঘস্থায়ী হয় ,
কার চোখের কালোয় ঘূর্ণিঝড় ,
কার চুলে একটা দুটো ফুল
মিট মিট করছে তারার মতো,
- সব কিছুর উত্তর জমে ছিলো শিথানে।
আমি আকাশকে আপন করতে পারিনি,
নদীকে পর করেছিলাম,
ত্যাগ ছিলো মোহ, বাঁধন ছিলো ব্যাধি !
আমি ছিলাম স্বপ্নে নিদ্রায় মশগুল,
দূরপাল্লার নক্ষত্র ফুঁড়ে গেছিলো
হৃদয়ের একূল ওকূল !