শুকনো প্রেমে মেখেছি বালি
ভিজে প্রেমে শেওলা
তীরে বাঁধা নৌকা
শুধু পেলো অবহেলা ,
মাঝি গেছে চাষ করতে
চাষার যে বড্ডো জ্বর ,
কালো মেঘে ফুঁ দিয়েছে
ডুবছে নদীর বালুচর ।
বিপ্লবের পোস্টার লেগেছে
শহরের অলিতে গলিতে,
কোথাও গন্ধ বারুদের
কোথাও আরাধনা ধূপধুনোতে,
চক্ ডাস্টারে জমেছে ধুলো
অচলায়তনে বদলায়নি নিয়ম,
সহজপাঠের অঙ্ক কি কঠিন
শুষ্ক ঘিলু তাই থেমেছে কলম ।