আমার সমস্ত ঋণ মুখ লুকিয়েছিলো
মায়ের আঁচলে, ছোটো খাটো ভয়
মায়ের কোলে মাথা রাখে, আর
তারা একদিন তীর হয়ে সাহসের বেগে
কালো মেঘ ফুঁড়ে বজ্র হানে,


মা আমাকে খেতে দিলে ,
একটা বেড়াল রোজ পাশে বসে থাকে,
ওর মন খারাপ হয়, ও মাতৃস্নেহ পেতে চায়,
প্রতিদিন খাবার সময় হলে চলে আসে ,
কিন্তু তার ক্ষিদে নেই, খাবার এর গন্ধে
মাতৃ স্নেহের ঘ্রাণ টুকু শুঁকে পালিয়ে যায় সে।