তারার ক্লান্তির রাত নুয়ে পড়ে জানলা দিয়ে,
আর ভোরের প্রথম নাবিক - সে নিখোঁজ,
হয়তো সে ঘুমিয়ে গেছে মাথার পাশে কম্পাস রেখে,
যে প্রেমিকা ঘুমাবো বলে জেগে আছে
তার নাভিতে শিশিরের মতো জমা হয় মিথ্যা গল্প,
রাজপথের ক্লান্ত ট্রাফিক সিগন্যাল
আশকারা দিচ্ছে আজ রাতে কানুন ভাঙার,
রাত হলে ঘুম ভাঙ্গে , মন ভাঙ্গে;
জোড়াতালি দেওয়ার অভ্যাস নেই,
সুঁচে সুতো পার করবার দক্ষতা নেই,
হঠাৎ ওপাশ ফিরে শুয়ে পড়ি আবার,
কেনো ? পাশ ফেরালে বুঝি স্বপ্ন পাল্টে যায়
ক্যাসেটের রিলের মতো?
রাতে দেখা স্বপ্ন ভোর হলে ফিকে হয়ে যায়,
ফের হঠাৎ ফেলে আসে মুহূর্ত মনে পড়ায়
কাল রাতে এটাই স্বপ্নে এসেছিলো,
পুবের আকাশটা তখন ঝপ করে রঙ পাল্টায়,
ঘুমোচ্ছে শহর - কিন্তু কবিতারা স্বপ্ন এঁকে যায় !