হল্লা রাজার সেনারা সব মোল্লা বিজয় করতে,
অস্ত্র হাতে নেমেছে রাস্তায়, গোবর ভরা ঘিলুতে,
ওদের শাসন ওদের আইন ওরাই নকল ভক্ত
ওদের শিরায় বইছে দেখো দেশ ভাঙার রক্ত ।
একটা মেয়ে হিজাব পরে যাচ্ছে স্কুল কলেজ,
তাকে দেখে বাঁদর গুলো নাড়ায় খালি লেজ,
তোদের কথায় তোদের মাথায় কে ঢেলেছে বিষ,
হল্লা রাজা বেজায় খুশি জানায়  তোদের কুর্নিশ।
তোমরা শুধু বোবার মতো ড্যাবড্যাবিয়ে চেয়ে,
ভাঙ্গবে কি ঘুম যেদিন পায়ের মাটি যাবে সরে ?
ঘুনে ধরা বইগুলো তোমায় দিচ্ছে কেমন শিক্ষা,
শিরদাঁড়াটা সোজা রাখার পাওনা কেনো দীক্ষা।
হল্লা তুমি দেশের নাকি দ্বেষের রাজা মশাই
নাকি সাদা পোশাক পরা বুড়ো কসাই,
গদির নেশায় মত্ত হয়ে দেশটা করছো জবাই,
অনাচার করো যদি ছাড়তে হবে রাজার গদি,
তোষামোদের দিন শেষ,সবাই এখন প্রতিবাদী।
একটা আওয়াজ উঠলে পরে একশোটা পাশে দাঁড়ায়,
দেশের ভালো দশের ভালো হল্লা রাজার হোক বিদায় ।