একটা কবিতা হত্যা করলাম
কলমের এক আঁচড়ে!
একটা স্বপ্ন হত্যা করলাম
সারারাত না ঘুমিয়ে!
একটা সুখ নষ্ট করলাম
তোমায় আবার ভালোবেসে!
একটা মানুষ হত্যা করলাম
উপন্যাসের শেষ খন্ডে!
একটা প্রথা হত্যা করলাম
বিধবার সাদা শাড়িতে রঙ মাখিয়ে!
একটা যৌবন হত্যা করলাম
বিষন্নতার জোরে!
একটা বিষন্নতা হত্যা করলাম
নিকোটিন আর তামাক পুড়িয়ে!
একটা নিদ্রা হত্যা করলাম
ভোরের স্বপ্ন মেখে উঠে!
একটা স্বপ্ন হত্যা করলাম
সারারাত কবিতা ভেবে!
একটা কবিতা হত্যা করলাম
কলমের এক আঁচড়ে!