(১)
আলোর দুর্ভিক্ষ হয়ে জন্ম নেওয়া এক অমাবস্যা
মৃত আকাশ থেকে রাত্রি হয়ে খসে পড়ে ,
তখন মুখোমুখি দুটো জানালা আরামে গল্প করে,
তারা কাঁচের গেলাসে সময় পান করে
বরফের মতো রাত মিশিয়ে,
যে হাওয়ায় প্রদীপের আগুন নেভে
একদিন সে দাবানল হয়ে জ্বালিয়েছে হৃদয়ের অন্ধকার।


(২)
তোমার দুই স্তনের ক্লান্তি লেগেছিলো আমার মুখে;
কাঁচের বোতলের পচা মদে রিরংসা তীব্র ঘ্রাণ ,
লজ্জা ক্ষয়ে যাচ্ছিলো মোমবাতির আলো হয়ে
জমছিলো ভালোবাসা শিশির বিন্দু হয়ে অসাড় দেহে,
আমাকে তখন স্থান দিয়েছিলে হৃদয়ের অন্ধকারে ,
দেখিয়েছিলে সবথেকে বড়ো ক্ষত কিভাবে ভরেছো
আঁধার দিয়ে, সেখান থেকেই  বিন্দু বিন্দু  হয়ে
অন্ধকার চুয়ে পড়ে আর রাত্রি হয়ে খসে পড়ে !