আমার কালো আকাশের অবসান
আমার  নীল মুক্তির জয়গান,
নদীর জল শুকিয়ে গেছে,
আমার কলমের কালি ও,
ফের কবে কবিতারা নৌকা হয়ে ভাসবে,
ফের কবে নদীর গান শোনাতে নিয়ে যাবে।
পথে পড়ে থাকা শুকনো পাতা
ঝড়ে উড়ে গিয়ে একটি কবরের  
উপর ছাউনী হয়ে শান্তি
দিয়েছিল ভেতরের ঘুমকে ।
একটা গোধূলির আকাশ ঠিক যেনো
মা এর চোখরাঙানির মতন
ভয় দেখায়, বলে ঘরে ফিরে আয় ।
যে নদীর জলে পা ভিজিয়ে কবিতা লিখেছি
তার শুকিয়ে যাওয়া ,
যার গান বেয়ে একটা সমাজ হাঁটতে শিখেছে
তাঁর মরে যাওয়া - ইত্যাদি মন খারাপের কারণ!