প্রশ্ন চিহ্নের সীমানা দিয়ে আঁকা
পথের প্রতীক্ষা, ওরা ভালোবাসা ফিরিয়ে
আনার দাবি লিখেছে মাইলফলকে।
চাঁদের আলোর নিঃসঙ্গতা সবুজ সংকেত
পেয়েছে রাত্রির হৃদয়ে,
তবুও তোমারা দিনের শেষ টুকু থেকে
এক টুকরো আঁধার ভোর পর্যন্ত
আঁকড়ে ধরে রাখতে পারোনি,
ভালবাসার নিশানা হয়ে ফোটা গোলাপের
লাল রক্ত একদিন ফ্যাকাশে হয়ে যায়,
রূপকথার গল্প আমার চোখের
পাতায় কল্পনার জাল বুনতে পারেনা,
যদি আমায় কিছু উপহার দিতে চাও;
খুঁজে এনো এমন একটা গোধূলি
যার রঙে আঁকা আছে সোনালী অতীত
এবং যায় কপালে হাত দিয়ে
পৃথিবীর জ্বর মাপা যায় !