এই পথে যদি রাত আসে আর
ভুল করে ভোর হয়ে যায়,
এই ভাবে যদি এক সাথে  
খুব করে বেচেঁ থাকার যায়,
গান গেয়ে , যেনো চাঁদ বেয়ে
যদি বৃষ্টি নামে জানালায় ।


আমি মেঘ হয়ে ছেয়ে যাবো চেনা শহর
                                            নীলিমায়,
আর জড়িয়ে ধরে তোমায় সময়
                                        ঘড়ির কাঁটায়,


যদি ভুল করে কোনোদিন রাত্রি হয়ে যায়
একবার ডাক দেবো ঠিক রাত বারোটায়
আর লিখে দেবো শহরতলীর বর্ণমালা
                                             তোমার   বিছানায়,
ভোর হলে,  ফেরে চলে যাবো পর্দা টেনে ,
                                          তোমার জানালায় !