যে নদীতে বয়ে যায় মেঘ
ঠিকানা খোঁজে  তোমার আকাশে,
যে আলোয় আধো প্রেম
মুহূর্ত বন্দী করে ঠোঁটের কোলাজে,
কোথাও নেই সুখ, শুধু তোমার
পায়ের ছাপ আঁকা চোরাবালির গায়ে।


যে শহরে বৃষ্টি নামে প্যারাসুট বেয়ে ,
ফিরে আসেনা প্রাক্তন প্রেমিকা
বাংলা অ্যালবামের সুর ধরে ,
যে কংক্রিটের মনুমেন্টে চেপে
আকাশ ছোঁয়ার বাহানায়
আস্ত পৃথিবীর  একভাগ দেখা যায়,
কোথাও নেই সুখ, শুধু মনুমেন্টের তলায়
ভিখারীর থালায় কয়েন পড়ার শব্দ শোনা যায় !