আমাকে বোকা বানানো কঠিন নয় কিন্তু
মাটি থেকে জন্ম নিয়ে মাটিতে মিশে যাওয়া
অনেক কঠিন !


ছুটছে ঘোড়া লাগাম ছাড়া
যেনো আরব বেদুঈন,
ময়লা টি শার্ট , আলগা চৌকাঠ
নাগরিক বে রঙীন
তবু তোমার গায়ের আতর হয়ে
মাখছি রাত্রিদিন ,
আমাকে ভুলে যাওয়া কঠিন নয়,
কিন্তু মরে যাওয়া অনেক কঠিন,


আলোর বিস্কুট, সহুরে চিরকুট
এরাই লাটসাহেব
বদ্ধ জানলা, ভাঙ্গা আয়না
রাখছি প্রেমের হিসেব,
আজও ভোর টাকে রাত ভেবে ভুল হয় ,
আমাকে ভুলে যাওয়া কঠিন নয়,
কিন্তু মরে যাওয়া অনেক কঠিন,


কিন্তু তোমরা, ট্রেনের কামরা
গুনছো প্রতিদিন
চার বেয়ারা, লাল ফোয়ারা
সবাই সঙ্গী হীন,
কেনো এমন রাত্রির বিদায়
ঘুমের কোলে বিলীন,
আমাকে ভুলে যাওয়া কঠিন নয়,
কিন্তু মরে যাওয়া অনেক কঠিন।