আমি শ্রীজাত হতে চাইনি,
জীবনানন্দ হতে চেয়েছিলাম,
গাঙচিল হয়ে, ধানভরা ক্ষেতের উপর
কেমন করে সোনালী রোদ আছড়ে পড়ে
তা দেখতে চেয়েছিলাম,
আকাশের খোঁপা থেকে নক্ষত্র  তুলে এনে
নদীর তীরে প্রদীপের মতো সাজাতে চেয়েছিলাম,
সদ্য বিবাহিতা যুবতীর চোখের বিষাদ হয়ে
শ্রাবণের মেঘের মতো ঝরতে চেয়েছিলাম,
ঝরে পড়া কৃষ্ণচূড়ার মতো রাজপথে
মায়ার স্তূপ হয়ে জমতে চেয়েছিলাম,
সুমনের গান গেয়ে মাছ ও বড়শি কাঁটার
মুক্তিযুদ্ধ থামাতে চেয়েছিলাম,
ডিঙি নৌকা সেজে শাপলা ফুলের বিলে
ভেসে বেড়াতে চেয়েছিলাম ,
ট্রামের পথ ধরে  কুয়াশার ভোরে
শহরতলির আরো কাছে আসতে চেয়েছিলাম ,
আমি শ্রীজাত হতে চাইনি,
আমি জীবনানন্দ হতে চেয়েছিলাম ।