একটা গল্প মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে
উপন্যাস হয়ে যায়। উটের কুঁজে শব্দ নেই,
শুধু মরীচিকা - তাই অধ্যায়ের মৃত্যু হয়।
প্যারাশুটের মতো উড়ে যায় আত্মা ,
মেঘের সাথে বিলাপ আর কাব্য হয়ে
ঝরে পড়ে বৃষ্টির পশলা , বালির শহরে
সবুজ রাজা মাথা তুলে দাড়ায় ,প্রশ্ন করে -
"যে ঘরে প্রদীপ নিভে গেছে দমকা হাওয়ায়,
চাঁদ কি আলো মাখিয়েছে তার আঙিনায়?"