মহাশূন্য যতটা গভীর
ততোটা গভীর আমার ক্লান্তির আঘ্রাণ ,
যাকে নিয়ে একদিন কবিতা লিখেছিলাম
আজ সে উপন্যাসের হাত ধরে
বৃষ্টির মুখবন্ধ লিখছে আরামে।
রাতের ক্ষুদ্র তারারাও একদিন বৃহৎ
অগ্নিপিন্ড হয়ে পৃথিবীর গা ছুঁয়ে যায়,
তবুও তার শীতল স্পর্শ আমার হৃদয়ের
পর্দা ভেদ করে, গভীর ক্লান্তিকে ছুঁতে পারেনি।