যারে ক্ষ্যাপা নদী  তুই গিলে খা
আস্ত শহর, ডুবে যাক জলে
এই কংক্রিটের জঙ্গল,
মাথা উচু করে বাঁচবে বাঁচুক
ফিরতি রূপকথার গল্প।


গন্ধহীন কাগজফুল
নীল আকাশের দুঃখ,  
বন পাহাড়ির প্রতিবিম্ব,
সবাই হয়েছে সামিল মৌনতায়
সবাই শুনেছে বিনাশের সাইরেন
নাম না জানা পাখির শিসে,


আজকে ক্ষুধা মেটে নোনা বৃষ্টিতে,
আজকে অভিশাপের ঝড় ওঠে
আর পাপের নদীর পাড় বেয়ে
নাগরিক আর্তনাদ গ্রাস করে।