আমার শহরে নালিশ অনেক ;
   কেনো পাশে বসেও কথা বলো না,
   কেনো দেরী করে বাড়ি ফেরো,
   কেনো হাত বাড়ালে হাত রাখো না,
   কেনো এঁটো সিগারেট খাও না,
   কেনো আমায় নিয়ে কবিতা লেখো না;
মানুষ নালিশ জানাতে জানাতে
ভুলে যায় স্টেশনে নামতে,
তারপর ট্রেন ছাড়ে একরাশ নালিশ নিয়ে !